The best 'Sanju'! সর্বকালের সেরা ‘সঞ্জু’! Bangla News!

‘সঞ্জু’ চলচ্চিত্রে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা ‘সঞ্জু’!



বলিউডের সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় উঠে এসেছে পরিচালক রাজকুমার হিরানির সদ্য মুক্তি পাওয়া ‘সঞ্জু’। ‘খলনায়ক’-অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী-ভিত্তিক এই চলচ্চিত্রটি এখন ৬ষ্ঠ সেরা আয়ের বলিউড মুভির তালিকায় রয়েছে।

বিশিষ্ট চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ গত ১৫ জুলাই পর্যন্ত আয় করেছে ৩১৬ কোটি রুপির বেশি।

আয়ের দিক থেকে ছবিটি সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর খানিকটা পেছনে রয়েছে। কেননা, ‘ভাইজান’-এর এখন পর্যন্ত মোট আয় ৩২০ কোটি ৩৪ লাখ রুপি। আর ‘সঞ্জু’-র আয় যেহেতু দ্রুত বাড়ছে তাই ধরে নেওয়া যায় সাল্লুভাইকে টেক্কা দিতে বেশি সময় লাগবে না রণবীরের।

‘বজরঙ্গি ভাইজান’ ছাড়াও বলিউডের অন্যান্য ব্লকবাস্টার ‘বাহুবলি ২’, ‘দঙ্গল’, ‘পিকে’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ এখন ‘সঞ্জু’-র সামনে রয়েছে।

মুক্তির প্রথম দিনে পৌনে ৩৫ কোটি রুপি আয় করে ‘সঞ্জু’ চলতি বছরে তো বটেই পরিচালক হিরানি এবং অভিনেতা রণবীরের জীবনে সৃষ্টি করেছে এক নতুন রেকর্ড। এছাড়াও, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি নাম লেখায় ১০০ কোটি রুপির তালিকায়।

রণবীর ছাড়াও ‘সঞ্জু’-তে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, ভিকি কৌশল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ। খবর দ্যা ডেইলি স্টার।



Disclaimer:- 
All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW.
If You thik something is VIOLATING the LAW, Please Notify US via CONTACT FORM So That It Can Be Removed.

Post a Comment

0 Comments