2.0 Final Release Date Confirmed


অবশেষে নির্ধারিত হলো ২.০’র ফাইনাল রিলিজ ডেট


  •  

  •  

  •  

রজনীকান্তের পরবর্তী ছবি ২.০ নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। ছবির মুক্তির দিন ঘোষিত হওয়ার আগেই ঠিক হয়ে যায় ছবির স্যটেলাইট সত্ত্ব। তবে, এই মাল্টি স্টারার ছবি কবে মুক্তি পাবে , তা নিয়ে কৌতূহল ছিল ভক্তকূলের মধ্যে।
আর এরই জবাব উঠে এল এবার। ছবির পরিচালক শঙ্ক টুইটারে জানিয়েছেন আগামী ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ছবি ‘ ২.0’।
বেশ কিছু ভিএফ এক্সের জন্য ছবিটি আটকে ছিল। ছবির মুক্তি ঘিরে প্রথমে শোনা গিয়েছিল এবছরের এপ্রিল মাসের একটি তারিখ। তবে সেদিন ছবি মুক্তি পায়নি। শেষমেশ এবছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে এই বিগ বাজেট ফিল্ম।

ছবিতে খলনায়কের ভূমিকায় থাকছেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। এক সভায় রজনীকান্ত নিজের ভক্তদের জানান, ‘২.০’ ভারতীয় সিনেমার একটি বিশেষ অধ্যায় হতে চলেছে।
উল্লেখ্য, ছবিতে বিশেষ ধরণের ভিডিও এফেক্ট ব্যবহার করা হচ্ছে। যে সংস্থা এই এফেক্ট-গুলি তৈরি করছে, তারা ‘বাহুবলী’ ছবিরও ভিডিও এফেক্ট তৈরি করেছে। তবে রজনীর আশা ছবির গল্প ঘিরে। আপাতত ছবির মুক্তিতেই বোঝা যাবে ছবি মানুষের মন কতটা জয় করতে পারবে। খবর বার্তাবাজার.কম।







Disclaimer:- 
All OUR Posts are Free and Available On INTERNET Posted By Somebody Else, I’m Not VIOLATING Any COPYRIGHT LAW.
If You thik something is VIOLATING the LAW, Please Notify US via CONTACT FORM So That It Can Be Removed.




Post a Comment

0 Comments